শিদলাই কলেজ মসজিদ এই মসজিদটি ১৯৭২ খৃী: নিমান করা হয়েছে এই কলেজ মসজিদ নিমান করেছেন অত্র গ্রামের আজ্জম খা মাঠের দক্ষিন পাশে । এই কলেজ মসজিদটি শিদলাই
আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের উত্তর পাশে এবং শিদলাই আশরাফ ,মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চি ম পাশে শিদলাই কলেজ মসজিদটি নিমান করেছেন বিশিষ্ট ব্যক্তি জনাব হাজী মো: ছায়েদ খা এবং জনাব হাজী মো: মান্নান খা সাহেব তাহাদের অনুদানে ।
শিদলাই কলেজ মসজিদটিতে আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের স্যার/ ছাত্র শিদলাই আশরাফ বিদ্যালয়ের শিক্ষক/ ছাত্র এবং গ্রামের সকল মুসলমান ভাই নামাজ পড়ে।
শিদলাই কলেজ মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় ।
এই শিদলাই কলেজ মসজিদ২তলা মসজিদ । এবং এই মসজিদটি দেখতে খুব সুন্দর এবং একটি সুন্দর জায়গায় স্থাপিত করা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস