Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়
Details

স্থাপিত: ১৯৪৯ ইং

 

 ইতিহাস:অত্র এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তির ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টায় ১৯২৮ সালে শিদলাই লতিফা ইসমাইল জুনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এ মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে যাদের নাম উল্লেখযোগ্য তাদের অন্যতম মরহুম আফছর উদ্দিন সরকার, হেলাল উদ্দিন সরকার, হামিদ আলী সরকার, জামাল উদ্দিন সরকার এবং মকবুল হোসেন প্রমুখ। ১৯৪৯ খ্রী: এ অত্র জুনিয়র মাদ্রাসাটিকে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। বিদ্যালয় প্রতিষ্ঠায় মরহুম আবদুস ছোবহান সেক্রেটারীর অবদান অপরিসীম। অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল হামিদ খান। সিরাজ আলী সরকার, আব্দুর রহিম (প্র.শি.), আ: খালেক চেয়ারম্যান।