১। ইউনিয়নে দিনে ও রাতে পাহারা ও টহলদারী করা।
২। অপরাধীদের সাধ্যমত দমন করা এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশকে সহায়তা করা।
৩। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সহকারী দায়িত্ব পালনে সহায়তা করা।
৪। জন্ম ও মৃত্যু রেজিষ্টার সংরক্ষরনের জন্য এলাকার জন্ম ও মৃত্যু সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করা।
৫। সরকারী কাজের উদ্দেশে যে কোন স্থানীয় তথ্য সরবরাহ করা।
৬। সরকারী সকল কাজে সহযোগীতা করা।
৭। খাজনা, স্থানীয় কর, ফি বা অন্য পাওনা সংগ্রহ ও আদায়ে রাজস্ব কর্মচারীদের সহায়তা করা।
৮। ইউনিয়নের অভ্যন্তরে সংঘটিত যে কোন অপরাধ, বিশৃঙ্খলা, হত্যা, আত্মহত্যা, দূর্ঘটনা, দাংগা-হাঙ্গামা ইত্যাতদির খবরা খবর স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা।
৯। এলাকার বা বহিরাগত খারাপ চরিথত্রের লোকদের গতিবিধি লক্ষ্য রাখা এবং সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি সম্পর্কে স্থানীয় প্র্রশাসনকে অবহিত করা।
১০। সর্বোপরি এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিজেকে নিয়োজিত কর ইত্যাতদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS